লালমোহনে বীমা দিবস পালিত

মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার, জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা উপলক্ষে লালমোহনে ২য় তম জাতীয় বীমা দিবস ও মমানব-বন্ধন পালিত হয়েছে। ১ মার্চ-২০২১ সকাল ১০টায় লালমোহন চৌরাস্তার মোড়ে ৮টি বীমা ককোম্পানী বীমা দিবস ও মানব-বন্ধন পালন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, প্রত্যেক মানুষ সচেতন হয়ে নিজ উদ্যোগে বীমার আওতায় আসলে তাদের পরিবারের জন্য লাভ জনক হবে। আমরা অনেকেই বীমা সম্পর্কে ধারণা রাখি না। প্রত্যেকেই বীমা করা উচিৎ।
এসময় যমুনা লাইফ ইন্সুরেন্সের (SAMD) মোঃ মেজবাহ উদ্দিন আরজু, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিস্ট্রিক কো-অডিনেটর ও জোনাল ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, ক্যাশিয়ার ইকবাল হোসেন চৌধুরী, গোল্ডেন লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ মোঃ কামাল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন এর ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রগতি লাইয়ের ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল, পপুলার লাইফের ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন, রূপালী লাইফের ইনচার্জ মোঃ রফিজল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।